“Mozilla Awareness Booth” @ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (২২মে,২০১৪)

Keep up the good work Maruf. 😀

M A R U F

    IMG_20140522_102325

DSC02802

আজ আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মজিলা বাংলাদেশ এর সহযোগিতায় “Mozilla Awareness Booth” অনুষ্ঠিত হল।জীবন এ প্রথমবার এরকম কোনো ইভেন্ট এ অংশ নিলাম।সকালে গিয়েই আমির ভাই, সাম্ম্য ভাই,লেনীন ভাই আর এহসান কে দেখলাম তারা বুথ এ বসে সবাইকে কিভাবে বুঝাচ্ছেন।তাদের দেখে মনে একটু সাহস নিয়ে বুথ এর আশেপাশে ঘুর ঘুর করতে থাকলাম ।তারপর যখন দেখলাম আমার বন্ধু এহসান সাবলীলভাবেআগ্রহী ছাত্রদের বুঝিয়ে দিচ্ছিল তখন মনে হল যাই কোনো ভুল হলে তো ভাইয়ারা তো আছেই ।এদিকে আমাদের বুথে ভীড় লেগে গেল । মজিলা সম্পর্কে সবার এত আগ্রহ দেখে ভালই লাগছিল । সাম্ম্য ভাই একাই বুঝাচ্ছিলেন সবাইকে । আমি শুধু বসে ছিলাম তখন বুথে।এক সময় নিজে থেকেই সাম্ম্য ভাইয়াকে সাহায্য করা শুরু করলাম। আর ফায়ারফক্স ক্লাব এর ভাইয়ারা এতটাই আন্তরিক ছিল যে মনেই হয়নি যে তারা আমার সিনিয়র ।

এআইউবি থেকে আসা রাতুল ভাই আর দেশ ভাই এর সাথে আড্ডা

আমরা মজিলিয়ান

“Mozilla Awareness Booth”এআমরা সবাইকে মজিলা এর ফায়ারফক্স ব্রাউজার,ফায়ারফক্স ওস সম্পর্কে ধারনা দেয়ার…

View original post 257 more words

Advertisements